শীতকাল মানেই খেজুরের গুড়ের পিঠা-পুলি আর পায়েস খাওয়ার ধুম। এছাড়া খেজুর গুড়ের চা খেতেও দারুণ মজা। খাঁটি খেজুরের গুড় স্বাদে ও গন্ধে অতুলনীয়। তবে বাজার থেকে কেনা গুড়ে কৃত্রিম চিনি, ফিটকিরি ও রঙ মেশানোর ঝুঁকি থেকেই যায়। কেনার আগে কিছু বিষয় যাচাই করলে গুড় কিনে ঠকবেন না।