আমােদর সম্পর্কে

ঐতিহ্যের পণ্য অনলাইন ২০২৩ সালে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা শুরু করে। আমাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল আমাদের নিজস্ব আম বাগান থেকে সারা দেশে গ্রাহকদের কাছে সবচেয়ে ভালো এবং মিষ্টি জাতের আম সরবরাহ করা। শুরুর বছর আমরা বেশ ভালো সারা পেয়েছি গ্রাহকদের কাছে, গ্রাহকদের অনুপেরনায় আমরা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ ও রংপুর থেকে বাছায়কৃত সেরা আম গুলা সারা বাংলাদেশে আমাদের গ্রাহকের কাছে তাজা, ফরমালিন-মুক্ত আম পৌঁছে দিয়েছি । সারাদেশে সবাই যাতে সাশ্রয়ী মূল্যে আমের খাঁটি স্বাদ উপভোগ করতে পারে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।  প্রতি বছর প্রায় ৯৭% রিপিট গ্রাহক আমরা পেয়েছি পাশাপাশি রেফারেন্স এর মাধ্যমে আমাদের গ্রাহক বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ্‌।  পরবর্তীটি আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে সকল ঐতিহ্যবাহী  খাদ্য পণ্য ও কুটির শিল্প আছে সেগুলো নিয়ে কাজ শুরু করি, এই কাজেও গ্রাহকের কাছ থেকে আমরা বেশ ভালো সারা পেয়েছি। বর্তমানে ভেজালমুক্ত খাদ্য পণ্য আমের পাশাপাশি, খাটি ঘি, মধু, সরিষার তেল, আমসত্ত্ব, আখের ও খেজুর গুঁড়, কুমড়ো বড়ি পাওয়া যাচ্ছে। এবং কুটির শিল্পে হাতের কাজ করা পোশাক আমরা সরবারহ করে থাকি। আমাদের নিজস্ব লোকবল দিয়ে আমরা সকল কাজ সম্পন্ন করে থাকি। তাই গুনগত মান ও বিশ্বস্ততার দিক দিয়ে আমরা শতভাগ নিশ্চয়তা দিতে পারি।